ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দলীয় কোন্দলে এজেন্ট পাইনি বিএনপি: আ.লীগ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১৪:৫৭, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দলীয় অভ্যন্তরীণ কোন্দল এবং প্রার্থীর দুর্বলতার কারণে গাজীপুরের অনেক কেন্দ্রে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে বিএনপি, এমন মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক এ মন্তব্য করেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের পক্ষে প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, গাজীপুরে বিএনপির প্রার্থীর নিজের দুর্বলতার কারণে তিনি বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের উপস্থিত করতে পারেননি। এ ছাড়া গাজীপুরে দলটির অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব কারণে এজেন্টরা আসেননি। সেখানে এজেন্টদের আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে— এসব অভিযোগ ঠিক না।

গাজীপুরে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে দাবি করে নানক আরও বলেন, গাজীপুরে বিএনপির সাবেক মেয়র কোনো উন্নয়ন করেননি। এ কারণে এবার গাজীপুরবাসী বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের জবাব হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি